মেহেরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫

গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: দ্রত বিচার আইনে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফারুক হোসেন (২২) নামের একজনকে গ্রেফতার করেছে মুজিবনগরের বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প।
গ্রেফতারকৃত ফারুক হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আজিজুল হকের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১২ টার সময় বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি টীম মোনাখালি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ফারুক হোসেনকে সিলেটের একটি মামলায় সিলেটের আদালত দ্রত বিচার আইনে ২ বছরের সাজা প্রদান করেছে। পরে সে পলাতক ছিলো।
এএসআই আবু তাহের জানান, ফারুক হোসেন বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্ত্বিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফারুক হোসেনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এএসআই আবু তাহের।
অপর দিকে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানভূক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় দুই জন, সিআর মামলায় একজন ও নিয়মিত মামলার একজন আসামী রয়েছে।
রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে মুজিবনগর, গাংনী ও সদর থানা পুলিশের একাধিক টীম এসব আসামীদের গ্রেফতার করেন।
পুলিশ সুপারের গোপনীয় শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই সূত্রটি।