আল-আমীন,মেহেরপুর: ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলটির এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ইসমাইল হোসেন,সদস্য শফিক খান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, সিপিবি’র জেলা সভাপতি মশিউজ্জামান বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ন্যাপের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর্জা গালিব উজ্জল, অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা বাস্তহারা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলী, ন্যাপের সদস্য সিরাজ আলী প্রমুখ।এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে হাফিজ উদ্দিনকে সভাপতি, মির্জা গালিব হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা ন্যাপ’র কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রুহুল আমিন, আবুল কাশেম, আবু তালেব, হাবিবুর রহমান, সহ-সম্পাদক সুজন আহামেদ, সাংগঠানিক সম্পাদক রাজিব আহামদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক আজিমদ্দিন, সদস্য এরশাদ আলী, মোয়াজ্জেম হোসেন, আব্দুস সালাম, একেন আলী, মফিজ উদ্দিন, রহিস উদ্দিন, আব্দুর সবুর, গোলাম হোসেন, রুহুল আমিন ও শুকুর আলী।