মেহেরপুর প্রতিনিধি : জেলার গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দিগ্ধ দুই চাঁদাবাজ নিহত হয়েছে।
এ সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের পাশে গাংনীর হাড়িয়াদহ মাঠে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, দুটি কার্তুজ, দুটি বোমা ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠের মধ্যে থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায় পুলিশ।
পুলিশের দলটি সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে চাঁদবাজ-সন্ত্রাসীরা। পরে পুলিশও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় চাঁদাবাজরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আটকে অভিযানে চলছে।


