মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজাদ আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাজাদ আলী ওই গ্রামের জাফের আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় কৃষক মাজাদ আলী তার নিজ ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে পানির পাম্পের সুইচ দেন। এসময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাপসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।