মেহেরপুরে ভৈরব নদীতে বৃদ্ধা নিখোঁজ

আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুরের চকশ্যাম নগর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ বৃদ্ধা ঐ গ্রামের হুতন আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৫৯)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে রাবেয়া খাতুন নদীতে গোসল করতে যায়। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও সে বাড়ি ফিরে আসেনা। তার বাড়ির লোক জন খোঁজ করতে নদীতে আসলে তার শাড়ি পাওয়া যায় কিন্তু তার কোন খোঁজ না পেয়ে ধারণা করা হয় সে পানিতে ডুবে গেছে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এর উপ সহকারি পরিচালক কোবাত আলি জানান, এখানে ডুবুরি না থাকায় ডুবুরি পাঠানোর জন্য খুলনায় বার্তা পাঠানো হয়েছে। ডুবুরি আসলে নিখোঁজ বৃদ্ধার সন্ধান চালানো হবে।