মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে দিন-দুপুরে সাংবাদিক সাহাদত আলীর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে এলাকার চিহ্নিত ছিনতাইকারী বকুলকে স্থানীয়ারা ধোলাই দিয়েছেন। ছিনকারীর কবলে পড়া সাংবাদিক সাহাদত মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামের পাঙ্গাসীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে ও দৈনিক নতুন খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
জানা যায়,সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মিনাপাড়ার আইজুদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত ছিনতাইকারী বকুল হোসেন সোমবার সকালে সাংবাদিক সাহাদতকে আমঝুপি বাজারের নিকট একা পেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করে। এসময় সাহাদত চিৎকার দিলে,বাজারের লোকজন ছুটে এসে ছিনতাইকারী বকুলকে পাকড়াও করেন। এসময় তাকে গণধোলাই দেয়ার সময় সুযোগ বুঝে সে পালিয়ে যায়।
স্থানীয়ারা জানান, বকুল মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে ছিনতাইকারী সদস্যদের অন্যতম সদস্য।