মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে একতায় শক্তি, একতায় বল, আমরা ঔষধ কোম্পানী প্রতিনিধি দল এ প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে সরকারী পে স্কেলে ৭ম গ্রেম সমপরিমান বেতনসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজন্টটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) মেহেরপুর জেলা শাখা।
আজ শনিবার সকালে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ফারিয়ার মেহেরপুর জেলা শাখার সভাপতি সেলিম রেজার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ফারিয়া’র কেন্দ্ররী কমিটির সাধারণ সম্পাদক মাসুদুল আলম।
ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারিয়া’র মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ,কে,এম, আতিকুর রহমান, কুষ্টিয়া জেলা শাথার সাধারণ সম্পাদক ইমরুল কায়ে, মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন আলী, জসিম উদ্দিন, রবিউল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি রবিউল ইসলাম প্রমুখ ।