মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ১৫টি পদে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমাদেন। সহকারী প্রিজাইডিং অফিসার অ্যাড. বিমল কুমার বিশ্বাস ও অ্যাড. শফি উদ্দিন মনোনয়নপত্র গ্রহন করেন। বিকাল সাড়ে ৩টার দিকে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে শহিদুল ইসলাম-খোকন পরিষদ প্যানেলের মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুল আজম খোকনসহ অন্যপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকাল ৪টার দিকে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে আওয়ামী আইনজীবী পরিষদের মোখলেছ-আসাদুজ্জামান পরিষদ তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পদক অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. আব্দুল মতিন, সভাপতি প্রার্থী মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী একেএম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনয়র জমাদান কারীরা হলেন, সভাপতি পদে শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে আফরোজা বেগম ফাতেমা, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আসাদুল আজম খোকন, যুগ্ম সম্পাদক পদে এএসএম সাইদুর রাজ্জাক, আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম-২, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এএসএমএম হাসানুল্লাহ, নির্বাহী সদস্য পদে রহমতুল্লাহ, ইলিয়াস কা ন, এহান উদ্দিন মনা, মীর আলমগীর ইকবাল, নূরে সিনহা হ্যাপী, নাগিদ মাহাফুজ জুয়েল, সাইফুল ইসলাম সাহেব। আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোখলেছুর রহমান, সহ-সভাপতি পদে শাজাহান আলী, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে একেএম আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে মোসারোফ হোসেন, গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম বাবু, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য পদে নুরুজ্জামান, কেএম নুরুল হাসান, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশিদুল হক জুয়েল, নাজমুল হুদা, রুতশোভা মন্ডল ও নিয়ামূল খান তাদের মনোনয়নপত্র দাখিল করেন।