আল-আমীন,.মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-জোড়পুকুরিয়া গ্রামের জাফর আলীর ছেলে কাউসার আলী(৩২),একই গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল আকতার(২৫), বামুন্দি গ্রামের মৃত জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম(৪৮)। গতরাত সাড়ে ৯টার দিকে গাংনী থানার এএসআই বখতিয়ার সঙ্গীয়ফোর্স নিয়ে জোড়পুকুরিয়া গ্রামের হেলু মিয়ার একটি পরিত্যত্ব বাড়ি থেকে তাদের আটক করে। তাদের কাছে ১০৮০ টাকা এবং ২ সেট তাস জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে আটক কৃতদের নামে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।