আল-আমীন, মেহেরপুর :মেহেরপুরের গাংনীতে কিছুতেই থামছেনা সড়ক দুর্ঘটনা। গত কয়েক দিনে সেনা সদস্য, যুবলীগ নেতা ও ব্যবসায়ী সহ ৪ জন নিহত হয়েছে। সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে।যন্ত্রদানবের নিষ্ঠুর আঘাত পথচারীদের কখনো অঙ্গহানী আবার কখনো প্রাণহানী ঘটছে। আকা-বাকা সড়ক নছিমন-করিমন আর অদক্ষ চালকের কারনে দূর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেছেন সচেতন মহল। গত ১৬ নভেম্বর বুধবার গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মড়কা বাজার সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মানিক নিহত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যবসায়ী হানিফ আলী নিহত হন। ১৪ নভেম্বর সোমবার রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আবুল হাশেম নামের এক পথচারী নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর শনিবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অলিনগর এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে সেনা সদস্য সুরজ আলী নিহত হন । গাংনী এলাকায় সড়ক দূর্ঘটনা যেন মহামারী আকার ধারণ করেছে। পথে পথে আহত, পংগুত্ব¡ আর মৃত্যু’র মিছিল। দিনে দিনে সড়ক গুলোতে মৃত্যু’রর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। সড়ক দূর্ঘটনায় কেবল মৃত্যুই নয়, আহত এবং পঙ্গুত্ব বরনের ঘটনাই বেশী ঘটছে। স্থানীয়রা জানান,অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, দ্রতগতিতে ওভারটেকিং,সড়কের জরাজীর্ণতা, অদক্ষ, অযোগ্য চালক, ট্রাফিক আইন অমান্য করা, যানবাহন চালানো অবস্থায় মোবাইল ফোনে চালকের কথাপোকথন,পথচারিদের ট্রাফিক আইন সম্বন্ধে ধারনা না থাকা, তথাকথিত যানবাহন ইঞ্জিন ভ্যান, নছিমন, করিমন সহ অনাকাঙ্খিত যানবাহনের উপস্থিতি সড়ক দূর্ঘটনাকে ত্বরান্বীত করে চলেছে। এছাড়া সড়কের উপর হাটবাজার বসানোর কারনেও দূর্ঘটনা ঘটছে। মেহেরপুর-কুষ্টিয়া,গাংনী-হাটবোয়ালিয়া,গাংনী-কাথুলী,গাংনী-ধানখোলা সড়ক সহ গাংনী পৌর এলাকা জুড়ে বাজার সড়কের দুধারে বালি,পাথর ও দোকানের মালামাল রাখা হয়েছে। অবৈধ এসব নির্মাণ সামগ্রী থাকায় বিশেষ করে অন্ধ,স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করছে।
গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান, ইতোপূর্বে শহরের কয়েকজন বালি ব্যবসায়ী কে রাস্তার পাশ থেকে বালি সহ দোকানের পন্য সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। দ্র্ত সময়ের মধ্যে না সরালে আইনগত ব্যবস্থানেয়া হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান জানান, ভ্রাম্যমান আদালতে চলাচলে বির্ঘন্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।