মেয়র পদ থেকে আইভীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় বিধি অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র থেকে পদত্যাগ করলেন সেলিনা হায়াৎ আইভী।

বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরভবন প্রাঙ্গণে পদত্যাগ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নির্বাচন করার জন্য আইন মেনে ইতিমধ্যে আমার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পাঠিয়েছি।’

এ সময় শামীম ওসমানের সঙ্গে গণভবনে মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে আইভী বলেন, ‘মঙ্গলবার রাতে ঢাকাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকে তিনি সবাইকে নৌকা প্রতীকে কাজ করতে বলেছেন।’

তিনি বলেন, ‘আমি বিগত দিনের কাজের মূল্যায়ন হিসেবে আবার নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, নারায়ণগঞ্জবাসীও সেই প্রতীককে জয়ী করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ নভেম্বর। বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আর প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।