
শিমুলী ইসলাম নিলুঃ ঐতিহ্যবাহী মৈনাটেক’ বৃহত্তর একটি গ্রাম। শিক্ষার আলো থেকে ছিল সম্পূর্ণ বি ত, কুসংস্কারে ছিল আচ্ছন্ন, ঠিক ঐ দূর্যোগ মুহুর্তে ময়নারটেক উচ্চ বিদ্যালয়টি ১৯৮৩ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা ও পরামর্শ নিয়ে শিক্ষা বিস্তার ও এলাকার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে মাত্র দুই জন ছাত্র নিয়ে প্রতিষ্ঠাতা শিক্ষক জনাব মোঃ ফাইজুল ইসলাম বিদ্যালয়টির যাত্রা শুরু করেন। তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে অক্লান্ত পরিশ্রম করে কাঠ, বাঁশ, ধান, চাইল, সংগ্রহকরে বিদ্যালয়ের পরিধি বাড়ানোর জন্য ছাত্র-ছাত্রী সংগ্রহের কাজ করে ছিলেন নিজের জন্য কোনো কিছুই বিবেচনা না করে নিজের সন্তান্দের ভবিষ্যতের কথা চিন্তা না করে বিনা বেতনে নিরলস ভাবে শিক্ষকতা করে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছিলেন যার অসামন্য অবদানের কারনে আজকের এই মৈয়নারটেক উচ্চবিদ্যালয় নামক প্রতিষ্ঠানটির ঢাকা-১৮ আসনের সর্বচ্চো মর্যাদার স্থানে দন্ডায়মান। তাই আজ সময় এসেছে এই অক্লান্ত পরিশ্রমের কথা ভেবে মৈয়নারটেক উচ্চবিদ্যালয়ের পরিচালনার পরিষদ নির্বাচনে (আগামী ২০ মে ২০১৭ ইং ) মোঃ ফাইজুল ইসলামকে উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে মূল্যায়ন করে ফুট মার্কায় ভোট দিয়ে (অভিভাবক সদস্য পদে) নির্বাচিত করে বিদ্যালয়ের উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্য আহবান।