
বাগেরহাটের মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কামাল দক্ষিণ দিগরাজ এলাকার জামাল শিকদারের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, হরিণের মাংস বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে কামালকে আটক করি। এসময় কামালের কাছে থাকা একটি বস্তায় ভরা ২২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাংস কেরোসিন তেল দিয়ে নষ্ট করে তা মাটি চাপা দেয়া হবে। এছাড়া আটক কামাল শিকদারের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন ও পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।