
নিজস্ব প্রতিবেদক, খুলনা : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মোংলা বন্দর উপদেষ্টা কমিটির ১৩তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরো বেগবান হচ্ছে। সরকার মোংলা বন্দরকে কার্যকর করতে বন্দরের পার্শ্ববর্তী এলাকায় রিফাইনারি, গার্মেন্টস ও ভারী শিল্প নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে ৪১৬টি জাহাজ আগমন ও নির্গমনের ফলে ৪৫ লাখ ৩০ হাজার মেট্টিক টন পণ্য ওঠানামা করে। এ সময় বন্দরের ৬০ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আয় হয়। ২০১৫-১৬ অর্থবছরে ৪৮২টি জাহাজ আগমন ও নির্গমনের ফলে ৫৭ লাখ ১৯ হাজার মেট্টিক টন পণ্য ওঠানামা করে। বন্দরের মুনাফার পরিমান ৬৫ কোটি টাকা। চলতি অর্থবছরের গেল ৯ মাসে ৪২৫টি জাহাজ আসা-যাওয়ায় ৫২ লাখ ১৯ হাজার মেট্টিক টন মালামাল ওঠানামা করে। ইতিমধ্যে ৪৪ কোটি টাকা মুনাফা হয়েছে। চলতি মার্চ মাস থেকে জুন পর্যন্ত আরো ২৬ কোটি টাকা মুনাফা অর্জন হবে।
সভায় বক্তারা সার, খাদ্যসহ কয়েকটি পণ্য এ বন্দরে আনা বাধ্যতামূলক করার দাবি জানান।
সভায় মোংলা বন্দরের মাধ্যমে পণ্য আমাদানি-রপ্তানি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এগুলোর মধ্যে কাস্টমস কর্তৃপক্ষকে পণ্য আমদানি ও রপ্তানিতে দ্রুত সময়ে ক্লিয়ারিং প্রদান করা, বন্দরের নিরাপত্তা জোরদারসহ পণ্যের কন্টেইনার ট্রাকিং সিস্টেম আধুনিকীকরণ করা।
এ ছাড়া খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের মিলগুলোতে ব্যবহৃত কাঁচামাল, কৃষিকাজে ব্যবহৃত সার আমদানি করা এবং পাট, চিংড়ি ও মাছ রপ্তানিতে এ বন্দরকে বাধ্যতামূলক ব্যবহারের জন্য আলোচনা করা হয়।
তা ছাড়া অভ্যন্তরীণ সমস্যা সমাধানে চট্টগ্রাম, মোংলা, পানগাঁ বন্দর, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে সমন্বয় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পণ্য পরিবহনে ভাড়া কমানোর জন্য শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানানো হয়।
সভায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান, বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ লিয়াকত হোসেন, বন্দরের প্রধান প্রকৌশলী আসলাম হোসেন খান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান, পাট রপ্তানিকারক শরীফ ফজলুর রহমান, মোংলা কাস্টমস কমিশনার আল-আমিন প্রামানিকসহ বন্দর উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।