আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের সদরের ১৫ কিলোমিটার অদুরে মোগলহাট সীমান্তে শীতের আগাম সবজি চাষ করে ভাগ্যের চাকা ঘুরছে সহস্রাধিক কৃষকের। সীমান্তের তীরে জেগে ওঠা মোগলহাট সীমান্তের পাদদেশে এখন শীতকালীন সবজি মুলা, শিম, ঢেঁড়শ, লালশাক, বাঁধাকপিসহ বিভিন্ন ফসলের সমারোহ। চলতি বছর আগাম এই শীতকালীন সবজির মূল্য অন্যান্য বছরের তুলনায় দুই-তিনগুণ দাম বেশি হওয়ায় কৃষকদের মাঝেও বইছে আনন্দের হওয়া।অসময়ে শীতকালীন এই সবজির চাষ করে সহস্রাধিক কৃষক দেখছে সুখের মুখ। প্রতি বারের মতো মুলা, শিম, বাঁধাকপি, ঢেঁড়শসহ আরো বিভিন্ন রকমের শীতের সবজির চাষ করে বিপ্লব ঘটিয়েছে এখানকার কৃষকরা।শীতে সবজি চাষ করে অনেক কৃষক অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে। অনেক কৃষক সারা বছর নানা জাতের সবজি চাষকে জীবিকা হিসেবে গ্রহন করেছে। এ বছর সবজি চাষকে ঘিরে শীত মৌসুমে কয়েক শতাধিক কৃষিভিত্তিক শ্রমিকের কর্মসংস্থানের সুয়োগ সৃষ্টি হয়েছে। এভাবেই অবহেলিত মোগলহাট সীমান্তবাসি সবজি চাষ করে আর্থিক স্বচ্ছলতা এনেছে। মৌসুমী অভাব দুর করেছে। সীমান্তে চোরাচালান নেই বললেই চলে।সরজমিন দেখা যায়, সীমান্তবর্তী এলাকা গুলো কোথাও এক চিলতে জমিও খালি নেই। সর্বত্র শোভা পাচ্ছে আগাম চাষ করা সবজির খেত। কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখানকার উৎপাদিত সবজির প্রধান বাজার লালমনিরহাট সদর ও মোগলহাট। প্রতিদিন ভোর ৬টা থেকে বিভিন্ন এলাকার কৃষকরা বিক্রির উদ্দেশ্য এখানে সবজি নিয়ে আসে।লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে পাইকাররা এসে এসব সবজি কিনে নিয়ে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। এখানে আগাম উৎপাদিত শীতকালীন সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ¦বর্তী আরো কয়েকটি জেলারও চাহিদা পূরণ করছে বলে জানায় কৃষকরা। মোগলহাট বাজারে প্রতিদিন গড়ে দুই থেকে তিনি লাখ টাকার সবজি বিক্রি হয় বলেও জানায় কৃষকরা। তারা গত বছর প্রতি মণ মুলা ৪শ থেকে ৫শ টাকার মধ্যে বিক্রি হলেও এ বছর তা বিক্রি হচ্ছে হাজার টাকার ওপরে।ফলে কৃষকরা আগাম শীতকালীন সবজির চাষ করে এ বছর অধিক লাভবান হবে বলে আশা করছে। কৃষকদের লাভবান হতে দেখে অনেক কৃষকই অন্য ফসলের খেত ভেঙে দিয়ে শীতের সবজির চাষে ঝুঁকে পড়েছে। সদর উপজেলার কয়েক জন কৃষক প্রতিবেদককে জানান, এই শীতকালীন সবজির চাষ করে লোকসান দিয়ে গত বছর যে ঋণ করতে হয়েছিল তাদের সে ঋণও এ বছর শোধ করে দিতে পারবে। তবে তাদের উৎপাদিত সবজিগুলো প্রতিদিন ক্ষেত থেকে তুলে এনে সবজি বিক্রি করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এখানে সবজি সংরক্ষণে কোনো হিমাগার না থাকায় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে পাইকারদের বেঁধে দেয়া দরে সবজি বিক্রি করে দিতে বাধ্য হয় কৃষকরা। শুধুমাত্র মোগলহাটে সবজি বাজারে প্রতিদিন শতাধিক টন সবজি ক্রয়-বিক্রয় হলেও এখানে কৃষকদের সুবিধায় কোনো কিছুই করা হয়নি। খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে হয়। শত দুর্ভোগের পরও এ এলাকায় উৎপাদিত আগাম শীতকালীন সবজিগুলো পাইকাররা কিনে নিয়ে যাওয়ার কারণে বাজারজাতকরণে কৃষকদের দুর্ভোগ যেমন কমেছে তেমনি দূর হয়েছে কৃষকদের অর্থনৈতিক সংকট। একই সঙ্গে পাল্টে গেছে তাদের ভাগ্যের চাকাও।লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জেলায় এবছর ভূট্রা ৮ হাজার ৭৫০ হেক্টও জমিতে, গম ১০ হেক্টর জমিতে, আলু দুই শত হেক্টর জমিতে, সরিষা দুইশত ৪০ হেক্টর জমিতে , চিনা বাদাম ৯২ হেক্টও জমিতে, তিল ১০ হেক্টর জমিতে , ডাল জাতীয় শস্য দুই শত ২৮ হেক্টর জমিতে, মরিচ একশত ৪৫ হেক্টর জমিতে পেঁয়াজ এক শত ৬০ হেক্টর জমিতে রসুন একশত ৪০ হেক্টর জমিতে ধনেপাতা নানা জাতের শাক সবজি চার হাজার একশত হেক্টর জমিতে চাষ আবাদ হয়েছে।