মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্যকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে শিপন (৩৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের মৃত মাখন বাদ্যকরের ছেলে আনন্দ বাদ্যকর (৩৫), মির্জাপুর উপজেলার নিমাই চন্দ্রের ছেলে রামপ্রসাদ (৩২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার লালপুর গ্রামের মৃত শান্ত শীলের ছেলে গণেশ চন্দ্র শীল ওরফে স্বপন (৩৮)। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল ছিনতাই ও চুরি করে তা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়ায় বাসাইল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নম্বরবিহীন এপাচি আরটিআর, একটি বাজাজ পালসার (ঢাকা-মেট্রো-ল ২৪-৬৮৫৬), একটি টিভিএস মেট্রো (ঢাকা-মেট্রো-হ- ৫১-৯৩২৭), একটি সিডি-৮০ (ঢাকা-মেট্রো-এ -০২-৯২০৩) মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।।