
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর একটার সময় সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে পশ্চিম পাড়া বিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ হোসেন(১৯) ও সদর উপজেলার ইসলামপুর কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে উমর ফারুক হোসেন (১৭)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহজাহানপুর ইউনিয়নে পশ্চিম পাড়া বিলে দিয়ে জাহিদ হোসেন ও উমর ফারুক মোটরসাইকেল নিয়ে আসছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।