বিনোদন ডেস্ক : টাইটানিক সিনেমা খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট জানিয়েছে, মোটা হওয়ায় ছোটবেলায় বিদ্রূপের শিকার হতেন তিনি।
৪০ বছর বয়সি এ অভিনেত্রী জানান, তাকে সবাই পছন্দ করত না কিন্তু তার সফল ক্যারিয়ারের মাধ্যমে তিনি এর প্রতিশোধ নিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পেজসিক্স ডটকম।
এ প্রসঙ্গে কেট উইন্সলেট বলেন, ‘আমি ছোটবেলায় মোটা হওয়ার কারণে বিদ্রূপের শিকার হতাম, বিশেষ করে স্কুলে পড়ার সময়। আমার কয়েকজন বান্ধবী ছিল যারা আমাকে ঈর্শ্বা করত কারণ ছোট থেকেই আমি অভিনয়ে একটু ভালো ছিলাম।’
তিনি আরো বলেন, ‘আমার সফল ক্যারিয়ার এর প্রতিশোধ। আমার সন্তান রয়েছে। আমি এখন অনেক সুখে আছি। আমি তাদের (বিদ্রূপকারী) উদ্দেশ্যে বলি- এখন আমার দিকে দেখ মেয়েরা।’