আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিসহ আটটি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
তাদের দাবি, নোট বাতিল বড় ধরনের জালিয়াতির ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক করতে ৫০ দিন লাগবে বলে মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি। ফলে তার পদত্যাগ করা উচিত।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদিকে চলচ্চিত্রের আলোচিত খলনায়ক ‘গাব্বার’-এর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, মায়াবতী থেকে সোনিয়া গান্ধী- বিরোধী দলগুলোর নেতাদের হয়রানি করছেন মোদি।
এদিকে, মোদির পদত্যাগের বিষয়ে রাহুল গান্ধী প্রথমে দূরত্ব বজায় রাখেন। তিনি বলেন, মোদির প্রতি এটি মমতার ব্যক্তিগত পরামর্শ। তবে মোদিকে তার ব্যক্তিগত উদ্যোগের জন্য কঠিন জবাবদিহি করতে হবে। পরে আবার ইস্যুটি ধরে রাহুল গান্ধী বলেন, ‘মোদি যদি পদত্যাগ না করেন, আমরা তাকে বাধ্য করব।’
নোট বাতিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলগুলোর নেতারা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিক্ষোভের ডাক দেন তারা।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে ঘুষ গ্রহণের তদন্ত করতে আহ্বান জানান। তিনি দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাহারা ও বিরলা গ্রুপের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন মোদি।