আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘মোদির বুকের মাপ ৫৬ থেকে প্রসারিত হয়ে এখন ১০০ ইঞ্চি হয়েছে।’
ভোপালে এক অনুষ্ঠানে চৌহান মোদির দৃঢ় নেতৃত্ব প্রসঙ্গে আরো বলেন, ‘ভারতের প্রবৃদ্ধি এখন চীনের চেয়ে বেশি। শিগগির শক্তিশালী এক ভারতকে দেখবেন আপনারা।’
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘আমাদের সেনাবাহিনীকে অভিবাদন, নরেন্দ্র মোদিজিকে অভিবাদন। এখন তার বুকের মাপ ৫৬ ইঞ্চি নয়, ১০০ ইঞ্চি।’
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর দুই দেশের নেতারা বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী খাজা আসিফ পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। এ নিয়ে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে।
পরমাণু অস্ত্র ব্যবহারে পাকিস্তান যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কথা বলার বিষয়ে পরমাণু শক্তিধর রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের পরমাণু অস্ত্র জিহাদিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
ভারত-পাকিস্তান কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি দায়-দোষের তির ছোড়াছুড়ি করছে।