বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। চলতি বছর করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন এ অভিনেত্রী। বেশ হাসি-খুশিতেই কাটছে তাদের দিন। কিন্তু সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, টাকা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। এমনকি টাকা ধার করে ডিম কিনতে হচ্ছে তাকে। নিজের এ অভিজ্ঞতার কথা মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।
অ্যালোন সিনেমাখ্যাত এ অভিনেত্রী এক টুইটে লিখেছেন, ‘ডিম কেনার জন্য বন্ধুর কাছ থেকে মাত্র টাকা ধার করলাম।’
ভয় নেই, আর্থিক অস্বচ্ছলতায় পড়েননি বিপাশা। টাকার নোট নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। সম্প্রতি ৫০০ ও ১০০০ রুপির নোট নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। ডিম কিনতে দোকানে গিয়েছিলেন কিন্তু খুচরা না থাকায় এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ডিম কিনতে হয়েছে তাকে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছেন। এ সিদ্ধান্তের পর থেকে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে এ তালিকায় শুধু সাধারণ মানুষ রয়েছেন তা নয়, রয়েছেন তারকারাও। যদিও কালো টাকা দমনে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক বলিউড তারকা।