বর্তমানে অনেকের অবসর কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোনে ইউটিউব দেখা। তবে নিয়মিত ভিডিও দেখার ফলে দ্রুত ফুরিয়ে যায় মোবাইল ডেটা, বিশেষ করে সীমিত ইন্টারনেট প্যাকেজ ব্যবহারকারীদের জন্য এটি এক বড় সমস্যা।
তবে কিছু সহজ সেটিংস পরিবর্তনের মাধ্যমে ইউটিউবে ভিডিও উপভোগ করা সম্ভব অনেক কম ডেটা খরচে। জেনে নিন কীভাবে—
১. ভিডিওর কোয়ালিটি কমিয়ে দেখুন
ডেটা খরচ বাঁচাতে ভিডিওর মান বা কোয়ালিটি কমানো সবচেয়ে কার্যকর পদ্ধতি। ইউটিউব ভিডিওর নিচে থাকা ‘সেটিংস’ আইকনে ক্লিক করে ‘কোয়ালিটি’ অপশনে যান। সেখান থেকে ‘ডেটা সেভার’, ১৪৪পি, ২৪০পি বা ৩৬০পি বেছে নিন। ভিডিও কিছুটা কম স্পষ্ট দেখাবে, তবে ডেটা খরচ হবে অনেক কম।
২. ‘ডেটা সেভার মোড’ চালু রাখুন
ইউটিউবের নিজস্ব ‘ডেটা সেভার মোড’ চালু করলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর মান সীমিত রাখে। এজন্য ইউটিউব অ্যাপে গিয়ে Settings → Data Saving এ গিয়ে ‘ডেটা সেভার’ অপশনটি অন করুন। এতে প্রতিবার আলাদা করে ভিডিওর মান পরিবর্তন না করেই ডেটা সাশ্রয় সম্ভব।
৩. ওয়াই–ফাই ছাড়া ভিডিও ডাউনলোড করবেন না
অফলাইনে দেখার জন্য অনেক সময় ভিডিও ডাউনলোড করা হয়। কিন্তু মোবাইল ডেটা চালু থাকলে এতে প্রচুর ডেটা খরচ হয়। তাই কেবল ওয়াই–ফাই সংযুক্ত অবস্থায়ই ভিডিও ডাউনলোড করার অভ্যাস করুন।
৪. ‘অটো–প্লে’ ফিচার বন্ধ রাখুন
ইউটিউবের ‘অটো–প্লে’ ফিচার চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এতে অজান্তেই অতিরিক্ত ডেটা ব্যবহৃত হয়। তাই ইউটিউবের হোম স্ক্রিনে গিয়ে ‘অটো–প্লে’ অপশনটি বন্ধ রাখাই ভালো।
৫. ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন
ইউটিউব অ্যাপ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে থেকেও ডেটা ব্যবহার করে। এটি বন্ধ করতে অ্যান্ড্রয়েড সেটিংসে গিয়ে Settings → Apps → YouTube → Mobile Data & Wi-Fi → Background Data অপশনটি অফ করে দিন।
ডেটা সাশ্রয় মানেই নিম্নমানের ভিডিও নয়—বরং সচেতন ব্যবহারের মাধ্যমে একই অভিজ্ঞতা বজায় রেখে খরচ কমানো সম্ভব। ভিডিওর রেজোলিউশন কিছুটা কমিয়ে বা সঠিক সময়ে ডাউনলোড করে আপনি যেমন ডেটা বাঁচাতে পারবেন, তেমনি ব্যাটারির আয়ুও বাড়াতে পারবেন।


