প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা বিভাগে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা নিশ্চিত করেছেন।
পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও ইন্টারনেট সেবা চালু হওয়ার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, বিকেল ৪টার পর ঢাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। থ্রিজি ও ফোরজি সেবা নিতে পারছেন গ্রাহকরা।
তবে, এখন শুধুমাত্র ঢাকা বিভাগেই ইন্টারনেট সেবা চালু হয়েছে, বাকি বিভাগগুলোতে আগের মতোই বন্ধ আছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও ইন্টারনেট সেবা সচল হবে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে….