
জ্যেষ্ঠ প্রতিবেদক : কারাগারে খালেদা জিয়া ‘অমানবিক’ দিন কাটাচ্ছেন দাবি করে তার দল বিএনপি বলেছে, বিদ্যুৎ চলে গেলে হাতপাখা আর মোমবাতির ওপর ভরসা করতে হয় তাকে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারাগারের স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব, ঘোমট আবহাওয়া ও নিয়মিত বিদ্যুৎহীনতার কারণে দেশনেত্রীর শ্বাসকষ্ট ও জ্বর লেগেই আছে। প্রতি রাতে তার জ্বর আসছে। এটা যেকোনো সুস্থ মানুষের জন্য অত্যন্ত অ্যালার্মিং।’
তিনি বলেন, পরিত্যক্ত এই কারাগারে এখন কোনো জেনারেটর নেই। প্রায়শই বিদ্যুৎ চলে যাচ্ছে। বাতি জ্বলে না, মোমবাতি ও হাতপাখা দিয়ে কাজ চালাতে হয়। এই যে অমানবিকতা, এই যে হৃদয়হীনতা; এটার তুলনা নেই।’
প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া প্রথম শ্রেণির সুযোগ-সুবিধা পাচ্ছেন না অভিযোগ করেন তিনি বলেন, ‘নরমালি যে নিয়ম আছে, শ্রেণিপ্রাপ্ত প্রিজনার থাকেন, তারা অনেক জিনিসই নিজস্ব খরচে নিয়ে আসতে পারবেন। আমরাও ভোগ করেছি। কিন্তু দেশনেত্রীকে সেটারও সুযোগ দেওয়া হচ্ছে না।’
‘তিনি সারাজীবন যেটাতে অভ্যস্ত, ন্যূনতম সেখানে পাচ্ছেন না। সুস্থ মানুষ হিসেবে থাকার জন্য যেটা তার প্রয়োজন সেটা তিনি পাচ্ছেন না। তাকে চিকিৎসকরা প্রেসক্রাইব করেছেন যে ফিজিওথ্যারাপি দরকার, সেটাও তিনি পাচ্ছেন না।’
খালেদা জিয়াকে যে খাবার দেওয়া হয় তার মান নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘রান্নার কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়ে গেছে। বাইরে থেকে, তার পরিবারের থেকে, তার বাসা থেকে খাবার নিতে দেওয়া হচ্ছে না। এই কথাগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ন্যূনতম যেটুকু মানবিক আচরণ সেটা পর্যন্ত করা হচ্ছে না।’
বিএনপি নেত্রীর সুচিকিৎসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
‘কারা কর্তৃপক্ষ এটা রিকোমেন্ড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা রিকোমেন্ড করে প্রধানমন্ত্রীর অফিসে পাঠিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি। প্রধানমন্ত্রীকে অনেকে অনুরোধ করেছেন, দেশে-বিদেশে তার কাছে অনেক অনুরোধ এসেছে যে, সাবেক প্রধানমন্ত্রীর জামিন ও চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি (প্রধানমন্ত্রী) কিছুই করেননি।’
তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে দেখেছেন, তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থতা এমন পর্যায়ে গেছে যে, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। তার বাম হাত অত্যন্ত এফেক্টটেড, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার নিউরো সমস্যা সেটা অনেকগুণ বেড়ে গেছে।’
খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গ তুলে বিএনপি মহসাচবি বলেন, ‘মিথ্যা মামলাগুলোতে হাইকোর্ট থেকে যখন জামিন পাচ্ছে সেই জামিনও আটকিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটা হচ্ছে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে জামিনকে আটকানোর জন্য তারা বাধার সৃষ্টি করছে। তিনি যেন মুক্তি না পান সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। সরকারের মূল লক্ষ্য দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা এবং যে নির্বাচন ডিসেম্বরে আসছে সেই পর্যন্ত তাকে কারাগারে আটকিয়ে রাখা।’
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।