মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মোঃ রফিকুল,ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২শ পিচ ইয়াবা সহ মিজানুর রহমান (৩৪) কে বাড়ি থেকে আটক করে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করে।মিজানুর রহমান হাওলাদার দৈবজ্ঞহাটী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী হাওলাদারের পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পরিদর্শক কাজী মো.কামরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়েছে।থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান মিজান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।