মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে হতদরিদ্রের মাঝে ভ্যান বিতরণ

 মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সোমবার সুবিধাভোগী দুপুরে হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।
 
এ উপলক্ষ্যে পৌর সদরের সাদে ক্যাফে ও মীম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি ম্যানেজার জুরান ফ্যান্সিস মন্ডল।

 সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মোঃ ফরিদুল ইসলাম, রিনো নাথ, স্পন্সরশীপ টিপ লিডার পলাশ রঞ্জন সরকার, সাংবাদিক মশিউর রহমান মাসুম প্রমুখ।

 প্রধান অতিথি মুহাম্মদ ওবায়দুর রহমান বেসরকারি সংস্থা কর্তৃক বিনামূল্যে ভ্যান বিতরণ কর্মসূচির প্রশংসা করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবার অর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

 তারা পারিবারিকভাবে স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি স য় করে আরো স্বাবলম্বি হতে পারবে। সভা শেষে উপজেলা বিভিন্ন এলাকার ১২ জনকে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়।