মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো: রফিকুল ইসলাম , মোরেলগঞ্জ ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ।
সাংস্কৃতিক প্রতিযোগীতায় দেশাত্মবোধক গানে ‘ক’ গ্রæপে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লিথি সাহা, ‘খ’ গ্রæপে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের রাহনুমা তাহসিন নদিয়া, ‘গ’ গ্রæপে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের শারমিন ইয়াসমিন মিম বিজয়ী হয়েছে।

রবীন্দ্র সংগীতে ‘ক’ গ্রæপে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান মেঘলা, ‘খ’ গ্রæপে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের উর্মি হাজরা, ‘গ’ গ্রæপে সেলিমাবাদ ডিগ্রী কলেজের সৌগত কর। নজরুল সংগীতে ‘ক’ গ্রæপে দৈবজ্ঞহাটী বিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের বিজয় অর্ঘ দাস গুপ্ত, ‘খ’ গ্রæপে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের রাহনুমা তাহসিন নদিয়া, ‘গ’ গ্রæপে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের তাবাচ্ছুম আহম্মেদ অন্তি। উচ্চাঙ্গ সংগীতে ‘ক’ গ্রæপে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দেবশ্রী শিকদার।

লোক সঙ্গীতে ‘ক’ গ্রæপে ডেউয়াতলা কেসি মাধ্যমিক বিদ্যালয়ের মিতু গাইন, ‘খ’ গ্রæপে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দেবশ্রী শিকদার ,‘গ’ গ্রæপে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের শারমিন ইয়াসমিন মীম। জারীগানে ‘ক’ গ্রæপে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তমা, ‘খ’ গ্রæপে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মরিয়ম। তাৎক্ষনিক অভিনয়ে ‘ক’ গ্রæপে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রজ্ঞা দাস অর্না, ‘খ’ গ্রæপে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের শর্মি খানম, ‘গ’ গ্রæপে এসএম কলেজের সামছুন্নাহার যুথি। নৃত্য (উচ্চাংগ) ‘খ’ ডেউয়াতলা কেসি মাধ্যমিক বিদ্যালয়ের তনুশ্রী। লোক নৃত্য গ্রæপে ‘ক’ গ্রæপে জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার মীম, ‘খ’ গ্রæপে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাতিমা জাহান মুনিয়া, ‘গ’ গ্রæপে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের সায়মা আকতার।