
মোঃরফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান। বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, প্রধান শিক্ষক আবুল বাশার, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাওলাদার এনছান উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক রেজিঃ সাধানরণ সম্পাদক প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।##