মোরেলগঞ্জে জামিনকৃত আসামীদের হামলায় মুক্তিযোদ্ধা গুরুতর আহত

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে জামীনকৃত মামলার আসামীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ (৭০) গুরুতর আহত হয়েছে। এ হামলার ঘটনায় শুক্রবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, একই গ্রামের মৃত.আব্দুল বারেক মীরের পুত্র বাদশা মীর গংদের সাথে পারিবারিক সহ বিভিন্ন বিষয় নিয়ে শত্রæতার জের ধরে ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে মারপিট করে আহত করার ঘটনায় ১৫ জুন তিনি মোরেলগঞ্জ থানায় মামলা (মামলা নং-৪৮/২৯৪)দায়ের করেন। এ মামলায় বাদশা মীর কিছলু মীর, রতন মীর সহ অন্যান্য আসামীরা জামিন নিয়ে ঘটনার দিন ২১ জুন বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের মুদি দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিতে থাকে । এসময় তিনি প্রতিবাদ করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা তাকে গুরুতর আহত করে দোকান থেকে নগদ ৩৫ হাজার ৯শ’ টাকা অন্যান্য মালামাল লুটে নেয়। রক্তাক্ত জখম অবস্তায় মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে কলি বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় অপর মামলা দায়ের করেন। মামলা নং-৫৫/৩০১।