
মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার বিকেলে তিন দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে মোরেলগঞ্জ রওশন আরা মহিলা ডিগ্রী কলেজের মিলানয়তনে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, জেলা পরিষদের সদস্য মোসাঃ আফরোজা আকতার লিমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আজমিন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হোসেন মোজাম, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু প্রমূখ।
তিনদিন ব্যাপি ডিজিটাল মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতারণ করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এস এম কলেজের অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও রওশন আরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আল আমিন।