
মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
রবিবার (২৬ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, “ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই সারা দেশের মতো মোরেলগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে এ সেবাকে শতভাগ ডিজিটাল ও ক্যাশলেস করেছে।”
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, “নাগরিকেরা এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।”
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।