মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগ্েঞ্জ ১৫ দিন ব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্ধোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: আনিছুর রহমান।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ও উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত উদ্ধোধনীতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর বাবলু বায় ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার। নব্য জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। এ প্রশিক্ষন চলবে আগামী ৭ জুন পর্যন্ত।


