মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী

মোঃরফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৭১ নং দোনা এস,এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল গফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রেহেনা আকতার রিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আকতার, উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি খ.ম লুৎফর রহমান, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সম্পাদক শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ওমর ফারুক, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, রাজিয়া বেগম,সমাজ সেবক লুৎফর রহমান শেখ, আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য ফজলুর রহামন শেখ। । সার্বিক পরিচালনায় বিচিত্রা রায়।