
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমুর শ্বশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুস সোবাহান বয়াতী (৭৫) বুধবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়ে, নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আছরবাদ জানাযা শেষে তাকে ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়। তিনি সর্বশেষ মোরেলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ আবু সালেহ্্, সহ সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি রফিকুল ইসলাম মাসুম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসন লিপন, দৈনিক ভোরের দর্পন মোরেলগঞ্জ প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক জন্মভূমি প্রতিনিধি মোঃ জামাল শারীফ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মনিরুল ইসলাম শাহিন, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম, দৈনিক দিনকাল প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন, দৈনিক আমার একুশের মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের কর্তব্যরত সকল সাংবাদিকবৃন্দ। অনুরুপ ভাবে মোরেলগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাওলাদার এনছান উদ্দিন, সাধারণ সম্পাদক তালুকদার ওমর ফারুক সহ সমিতির সকল নেতৃবৃন্দ।