মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্ধোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান।

পৌর সদরের অনুষ্ঠিত সকাল বিকেলের উদ্ধোধনী খেলায় ৮ টি বিদ্যালয় অংশগ্রহন করে। উদ্ধোধনী খেলায় বঙ্গবন্ধু মুজিব গোল্ডকাপে ১২২ নং গাউসুল হক চ্যাম্পিয়ন ও ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।

অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ১১৫নংএম কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।

উদ্ধোধনী খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন, দৈনিক লোকসমাজ প্রতিনিধি শামীম আহসান মল্লিক, প্রধান শিক্ষক আবুল বাশার খান, মেয়ারাজুল ইসলাম খসরু, ওবায়দুল করিম বিপ্লব, রবিন্দ্রনাথ বিশ্বাস, নাজমুন নাহার লিলি, হাসিনা খানম, নাদিরা আকতার, রাজিয়া আক্তার, রোজি আক্তার, মাসুম জাকরিয়া, মানজার হোসেন, নারায়ন চন্দ্র মন্ডল, সিদ্দিকুর রহমান, সুলতানা সুপারভীন, সালমা আকতার,সিরাজুল ইসলাম প্রমুখ।
একই দিনে পৌরসভা সহ ১৬ ইউনিয়নের ৩০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬ টি টিম পৃথকভাবে উদ্ধোধনী খেলায় অংশগ্রহন করেন। ##