মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে উত্তরণের ‘এক্সসে প্রকল্প’ নিয়ে অবহিতকরণ সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে উত্তরণ সংস্থার বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় ‘এক্সসে প্রকল্প’-এর ইউনিয়ন পর্যায়ের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরণ সংস্থার এক্সসে প্রকল্পের ‘এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড কর্মকর্তা’ অভীক রঞ্জন মন্ডল।

সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন শিকদার, ইউপি সদস্য মোসাঃ মরিয়ম বেগম, মোঃ শহিদুল ইসলাম, মোসাঃ ফরিদা বেগম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ ইমরান হোসেন (রেড ক্রিসেন্ট), মোঃ আরিফুজ্জামান শাওন (UDMC), মোঃ মান্নান (বীর মুক্তিযোদ্ধা), মোঃ শাহ আলী ইমাম, মোঃ সুমন (এনজিও প্রতিনিধি), গ্রাম পুলিশ সরদার মোঃ কালাম, সমাজসেবক আবুল জব্বারসহ স্থানীয় পর্যায়ের পশুপালক ও কমিউনিটি প্রতিনিধিরা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মাহামুদুল শেখ।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যার নিরসন ও উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

‘এক্সসে প্রকল্প’-এর আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত জনগণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।