
মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানের উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ফাহিমা খাতুন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র ধানের শীষের প্রার্থী খম বদিবজ্জিামান পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট। জাপার লাঙ্গল প্রতীকের আকতারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। উপজেলা ১৬ ইউনিয়ন ও পৌরসভার ২ লক্ষ ৮ হাজার ৫৬৫ ভোটের মধ্যে ৭২ হাজার ৩৪২ জন ভোটার ভোট প্রয়োগ করে। ভোটারের উপস্থিতির হার ৩৪ দশমিক ৬৯ ভাগ ভোট পেয়ে নৌকা প্রতিক নিয়ে ফাহিমা খাতুন বিপুল ভোটের ব্যবধানে বে-সরকারী ভারে বিজয়ী হয়েছেন। ##