মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জের প্রত্যন্ত অ লে সীমানা বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে বড় ভাইয়ের (ভাবী) স্ত্রী (৪০)। গুরুতর আহত হয়েছে বড়ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শনিরজোর ঢেউয়াতলা গ্রামে।
জিউধরা ইউনিয়নের ওই গ্রামের আ.রাজ্জাক তালুকদারের ছেলে খলিলুর রহমান তালুকদার (৫৫) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম মন্টু তালুকদারের (৪৫) মধ্যে জমা-জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে ঘটনার সময় ছোট ভাই মন্টু তালুকদার তার বড় ভাইয়ের স্ত্রী মাকসুদা বেগম (৪০) ওরফে কমলাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বড় ভাই খলিল তার স্ত্রীকে বাচাতে গেলে ছোট ভাই মন্টু তাকেও কুপিয়ে আহত করে।
স্থানীয় লোকজন মুমুর্ষু অবস্থায় কমলা ও তার স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগম ওরফে কমলাকে মৃত্যু ঘোসনা করে।
গুরুতর জখম খলিল তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কমলার লাবণী (১৯)ও আজিজুল(১০) নামে ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ স্বান্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরাতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম জানান, দেবর রফিকুল ইসলাম মন্টুকে গ্রেফতার করা হয়েছে। #