মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীর ৩ মাসের সাজা

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ গাঁজা ব্যাবসায়ী ও সেবনকারী কামরুল ইসলাম শেখকে সোমবার ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওবায়দুর রহমান এ দন্ডাদেশ দেন। কামরুল ইসলাম (২১) অত্র উপজেলার উত্তর কচুবুনিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র ।.

তাকে গাঁজা সেবন অবস্থায় থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালত হাজির করে। ভ্রাম্যমান আদালত ঘটনার সত্যতার প্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রন আইনের ২৬ ধারা মতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।##