মোরেলগঞ্জে মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রোববার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.আব্দুল ওহাব হাওলাদার। নারী সুধী জনের মধ্যে বক্তব্য রাখেন মোসা. মনোয়ারা বেগম।