মোরেলগঞ্জে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পৌর সদরের পূর্ব সরালিয়া গ্রামে সোনিয়া ওরফে সাদ্দাম হিজড়া (২৫) নামে এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধা করেছে পুলিশ। সে বাগেরহাট সদরের কাশিমপুর কালিয়ারপাড় গ্রামের মৃত. ফজলু শেখের সন্তান। পুলিশ রোববার সকালে হিজড়ার লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

সোনিয়া ওরফে সাদ্দাম হিজড়া পৌর সদরের পূর্ব সরালিয়া গ্রামের জনৈক আলমগীর হোসেন বিডিআরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে সহকর্মী দেবী হিজড়া,রুপা হিজড়া ও রিতা হিজড়ার সাথে একত্রে বসবাস করে আসছে। ঘটনার দিন শনিবার রাতের কোন এক সময় সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে। মানসিক ও শারীরিক অসুস্থতার কারনে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় দেবী হিজড়া বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছে।