
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে ৫ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করছে। আটককৃতরা হল, মাদক ব্যবসায়ী বাদশা নকিব (৩৩) ও মাহেন্দ্র গাড়ীর ড্রাইভার গোবিন্দ দে (৪৭)।
তাদের সঙ্গীয় অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ মাদক বহনকারী গাড়ীও আটক করেছে।
বাদশা নকিব বাগেরহাটের কাড়াপড়া ইউনিয়নের গুজিরহাটী গ্রামের মৃত. ছালাম নকিবের পুত্র ও গোবিন্দ্র দে ফকিরহাটের পিলজঙ্গল গ্রামের পরিতোষ দের পুত্র।
রাতে বাগেরহাট থেকে মাহেন্দ্র গাড়িতে অবৈধ মাদক নিয়ে বাদশা নকিব মোরেলগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে হাশেম খার হাট নামক স্থানের ষ্ট্রিট ট্রাইব্রেকার কাছে দায়িত্বরত পোলেরহাট পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় সিপাহি ব্যাটালিয়ান শামীম হোসেন তাদের চ্যালেঞ্জ করে মাহেন্দ্র আটক করে। এসময় পুলিশ মাহেন্দ্র থেকে ব্যাগ ভর্তি ৫ কেজি গাঁজা সহ তাদের আটক করে।
মোরেলগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মনিরুজ্জামান মিঠু জানান, ঈদ পূর্ব মাদক ব্যবসায়ীরা সক্রিয় হওয়ায় সম্ভাবনার জন্য পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।