মোরেলগঞ্জ যুবকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জঃ মোরেলগঞ্জ-বাগেরহাট মহাসড়কের আমতলার বাজারের সন্নিকটে শুক্রবার ভোরে সোহাগ খান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ খান দৈবজ্ঞহাটী ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মৃত এছাহাক আলীর পুত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ-বাগেরহাট মহাসড়কের আমতলা বাজারের সন্নিকটে কাঠের ব্রিজের নিকট বেগপাড়া রাস্তার পাশের্^ সোহাগ শেখের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোজজন পোলের হাট ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পোলেরহাট ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করেছে। তার মাথার পিছনে আঘাত ও বাম হাতের একটি আঙ্গুলে কাটা চিহ্ন পাওয়া গেছে।

জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোহাগ খান কে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতের মা জানান, রাত ১০ টার দিকে সোহাগ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে । রাতে কোন একটি ফোন পেয়ে সে ঘর থেকে বের হয়। তার পরে সকালে রাস্তার পাশে রক্তাক্ত লাশ পাওয়া যায়।

থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম জানান, ভোরে ঘন কুয়াশার কারনে পরিবহন কিংবা অন্য কোন যানবাহনের ধাক্কায় সে যেতে পারে। তবে পোর্ট মর্টেম রিপোর্টে মুত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।