মোল্লারটেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

এম কফিল উদ্দিন বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার মা ও এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। দোয়া মাহফিলে অংশ নিয়ে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “হে আল্লাহ, আজ আমাদের গণতন্ত্রের মা দেশনায়ক তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া অসুস্থ। তারেক রহমান অনেক দূরে। আমরা আমাদের নেত্রীর সুস্থতার জন্য তোমার কাছে প্রার্থনা করছি।” পরে তিনি উপস্থিত সবার কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া চান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. মোতালেব হোসেন রতন, দক্ষিণখান বিএনপির আহবায়ক সদস্য মো. গিয়াস উদ্দিন, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহ–সভাপতি মো. শামীম মিয়া। দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।