মোশাররফের বাড়িতে গোপনে দেহ ব্যবসা; গ্রেফতার ২

রাজধানী উত্তরা: রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর কোটবাড়ী এলাকায় মীর মোশাররফ এর বাড়িতে গোপনে দেহ ব্যবসার অভিযোগ করেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা চালিয়ে আসছে মীর মোশাররফের ছেলে রায়হান। গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে সায়মা আক্তার (২৫) ও ফয়েজ উল্লাহ (৩০) নামে দুই তরুণ-তরুণীকে তালাবদ্ধ রুম থেকে আটক করে পুলিশ। স্থানীয় জনতা ঘটনাটি জানতে পেরে রুমটি তালাবদ্ধ করে রেখেছিল বলে জানান দক্ষিনখান থানার এ. এস. আই. জয়নাল। সায়মা আক্তার তুরাগ থানাধীন এলাকায় এবং ফয়েজ উল্লাহ শেখঘাট, সিলেট এলাকার বাসিন্দা। তারা রায়হানের মাধ্যমে এই এলাকায় আসেন বলে জানান ফয়েজ। প্রত্যক্ষদর্শী বাদল নামের একজন জানান, অনেকদিন আগে থেকে বিষয়টি স্থানীয় লোকজন জানলেও প্রমানের অভাবে তারা কিছু করতে পারেনি। আজ উপযুক্ত প্রমানসহ আইনের সহযোগীতায় তারা এই চক্রকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান মীর মোশাররফ তার এই ছেলের বিষয়টি অনেক আগে থেকে জানতেন। বিষয়টি অবগত থেকেও ছেলের এমন কার্যকলাপ সহ্য করায় মীর মোশাররফ সহ তার ছেলেকেও আইনের আওতায় আনা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে কোন মামলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিনখান থানার এ. এস. আই. জয়নাল।