'ড্রাইভার'

মোশাররফের বিপরীতে মাহি

পরিচালক ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ নামে এক ওয়েব সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, মাহিয়া মাহি ও সজল।

ওয়েব সিনেমায় ড্রাইভারের চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। আর মাহিকে দেখা যাবে যাত্রী হিসেবে।

‘কুইট অব সেট’ প্রোডাকশনের প্রযোজনায় এ সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরের ২ তারিখ থেকে। দেশের একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ হচ্ছে ছবিটি।