মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, গত ২ জানুয়ারি কোনো ধরণের নোটিশ ছাড়াই মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট।

এই উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে রিট করেন ৩ বস্তিবাসী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ উপরোক্ত আদেশসহ রুল জারি করেন।