মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান ৫১ জনকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, ‘জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য এবং ডগ স্কোয়াড অংশ নেয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, খবর পেয়ে মাদক বিক্রেতাদের অনেকেই পালিয়ে যায়। যেসব মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে তাদের আর আসতে দেওয়া হবে না। এটি রাজধানীর অন্যতম মাদক স্পট।