মোহাম্মদপুরে আনুমানিক ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক থেকে আনুমানিক ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) সকালে মরদেহটি ঢাকা উদ্যানের পাশ থেকে উদ্ধার করেন একজন পথচারী। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শিশুটি ছেলে। তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরনে একটি প্যান্ট ছিল। শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মোহাম্মদপুর ঢাকা উদ্যানসংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি।