মোহাম্মদপুরে একটি খালে পড়ে জিসান নামের পাঁচ বছর বয়সের এক শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকেলে নবোদয় বাজারসংলগ্ন একটি কালভার্টের ওপর খেলার সময় জিসান নিচে পড়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিসান এখনো নিখোঁজ রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি খালে পড়ে জিসান নামের পাঁচ বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

নিখোঁজ জিসানের বাবার নাম হাসু মিয়া। তারা নবোদয় হাউজিংয়ের আট নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে ভাড়া থাকেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাদের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।